У нас вы можете посмотреть бесплатно কিভাবে সমন্বিত খামার করবেন || How to do Integrated Farming или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কোকতারা গ্রামে যুবক হেদায়েত হোসেন শিপলু চাকরির পাশাপাশি তিনি গ্রামে কৃষি খামার করার উদ্যোগ নিয়ে শুরু করেছেন সমন্বিত কৃষি খামার। মিশ্র ফলের এমন বাগান করে তিনি এলাকায় বেশ দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিপলু-র বাগান পরিচালনা কারি তাশকেরুল ইসলাম বলেন, এই সমন্বিত খামারটি ২০২১ সালে যাত্রা শুরু করে। ড্রাগন ছাড়াও এখন অনেক প্রজাতির ফল চাষ করা হয়। ড্রাগনের দিক দিয়ে আমরা সফল। অনেকেই মনে করেন ড্রাগন হবে কি হবে না, এটা বিদেশি ফল কিন্তু আমরা ড্রাগন চাষে সফলতা পেয়েছি। এবার ফলন ভালো হয়েছে, খেতেও সুস্বাদু। স্বত্বাধিকারী হেদায়েত হোসেন শিপলু বলেন, বাগান শুরুর এক বছর পর প্রায় সাতলাখ টাকার ফল বিক্রি করেছি। এর বেশিরভাগ টাকা আসে ড্রাগন থেকে এসেছে। বাগানে সাত প্রজাতির ড্রাগন রয়েছে। এর মধ্যে ভিয়েতনামি রেড, বারী ওয়ান ড্রাগন, ভিয়েতনামি হলুদ, ভিয়েতনামি সাদা, ভিয়েতনামি গোলাপি ও আমেরিকান হলুদ ড্রাগন আছে। এবার ড্রাগনের ভালো ফলন হয়েছে। বছরের এই সাত-আট মাসে ১০ লাখ টাকার ফল বিক্রি হয়েছে। বাকি সময়ে আরও ১০ লাখ টাকা বিক্রি হবে বলে আশা করি। এই খামারে ২০ জনের মতো কর্মচারী কাজ করেন। এতে বেকার যুবকরা সময় দিতে পারছেন। তাদের একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এটি দেখে বেকার তরুণরাও কৃষি খামার করতে পারে এগিয়ে আসবে। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান বলেন, হেদায়েত হোসেন শিপলুকে আমরা ড্রাগন চাষে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তা ছাড়া তার বাগানে মিশ্র ফলের চাষ আছে। উপজেলায় তার বাগানটি সবচেয়ে বড়। তিনি নিরলস পরিশ্রম করে বাগানটি করেছেন। এ ছাড়া কোনো তরুণ উদ্যোক্তা যদি নতুন বাগান করে তাহলে প্রথম থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে। ☞ ✪ প্রদীপ্ত কৃষি- কৃষি ও কৃষকের সেবায় নিয়োজিত। বিভিন্ন কৃষি তথ্য, কৃষি সমস্যা ও সমাধান পেতে প্রদীপ্ত কৃষি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। লাইক,কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন প্লিজ।। #সমন্বিত_খামার #কৃষি #কৃষক #ড্রাগন #চাষ #হাঁসের_খামার #গাড়লের_খামার #সমন্বিত_খামার_জয়পুরহাট #শিপলুর_খামার #মায়ের_দোয়া_এগ্রো