Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



Rooftop garden tips | ছাদ বাগান করার পদ্ধতি

Rooftop garden tips ছাদ বাগান করার পদ্ধতি ছাদে বাগানের আগে কি কি বিষয় খেয়ার রাখতে হবেঃ দিন দিন ছোট হয়ে আসছে চাষাবাদের জায়গাগুলি। শহরের মানুষ গাছ লাগাবে বর্তমানে এমন জায়গা পাওয়া দুষ্কর। তাই শখ করে বাগান কিংবা নিজের পরিবারের চাহিদা মিটাতে শহুরে মানুষদের জন্যে ছাদের কোনো বিকল্প নেই। ইচ্ছে আর গাছের প্রতি ভালোবাসা থাকলে ছাদের জায়গাটুকু ব্যবহার করেই বাগানের শখ মিটানো যায়। আপনি যদি সঠিক প্যান না করেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন আপনার সব পন্ডশ্রম এবং কিছু বিষয় না জানার কারনে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এর জন্য জানা দরকার ছাদে বাগানের আগে কি কি বিষয় খেয়ার রাখতে হবেঃ Tag: rooftop garden tips for Bangladesh. Gardening tips for home Rooftop. Rooftop garden ideas for beginner Rooftop garden ideas for beginner. Rooftop gardening before rooftop garden construction plan.Best rooftop garden design or plan. Gardening basic tips for building rooftop gardens. ছাদ বাগান তৈরি করার প্যান ও পদ্ধিতি। ছাদ কৃষি কিবাবে শুধু করতে হয়। ছাদে সবজি চাষ পদ্ধতি এবং টিপস,ছাদ কৃষির ছাদ বাগানের পরিকল্পনা,সব্জি বাগান,শহরে ছাদ বাগান প্রথমতঃ ছাদে কোথাও কোনো ‘ড্যাম’ পড়েছে কিনা সাধারণত পুরাতন বিল্ডিং এর ক্ষেত্রে। ড্যাম হলে ভেবে নিতে হবে, শেষ ছাদ ঢালাইয়ের সময় আপনাদের ছাদের ঢালাই ভালো হয়নি এবং ছাদের কোনো-কোনো স্থানে ‘পোর’ বা সূক্ষ্ম ছিদ্র থেকে গেছে। এ অবস্থাটা বাগান বা বাগানবিহীন যেকোনো ছাদের জন্য ক্ষতিকর। জল ছাদ হলো একটি সঠিক উপায় : ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদের উপর চুন, সুরকি ও খোঁয়ার সাহায্যে কমপক্ষে তিন ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া লাগে। ২য় ছোট আকারের যে গাছ গুলো বার মাসী এবং বেশি ফল ধরে তা নির্বাচন করতে হবে। সে জন্য হাইব্রিড জাতের গাছ বা কলমের গাছ লাগানো যেতে পারে। বেঁটে প্রজাতির অতিদ্রুত বর্ধনশীল ও ফল প্রদানকারী গাছই ছাদ বাগানের জন্য উত্তম। বীজের চারা নয়, কলমের চারা লাগালে অতিদ্রুত ফল পাওয়া যায়। ৩য় জাত নির্বাচন করবেন আনকমন এবং সল্প সময়ে বেশী ফলন হয়। বিভিন্ন হাইব্রিড বা কলমের জাত যেমন আম্রপালি ও মল্লিকা জাতের আম, আপেল কুল, পেয়ারা, লেবু, পেঁপে, জলপাই, আমড়া, করমচা, শরিফা, আতা, ডালিম, স্ট্রবেরি, বাউকুল, আপেলকুল, নারিকেলকুল, লিচু, থাইল্যান্ডের লাল জামরুল, গ্রিন ড্রপ জামরুল, আপেল জামরুল, আঙ্গুর পেয়ারা, থাই পেয়ারা, ফলসা, খুদে জাম, আঁশফল, জোড় কলমের কামরাঙা এবং এমনকি কলা গাছও লাগানো যাবে। আজকাল বিদেশ থেকে উন্নত মানের কিছু চারা কলম দেশে আসছে। ছাদ বাগানের সাধ পূরণ করার জন্য এই সব সংগ্রহ করে লাগাতে পারেন। সঠিক মানের চারা হলে ছয় মাস ও এক বছরের মধ্যেই ফল আসবে এমন গাছ নির্বাচন করুন। ৪র্থ আপনার ছাদে সূযের আলো কেমন আসে এবং কোন দিকে আলো বেশীসময় থাকে এবং কোন দিকে কম থাকে তার উপর র্নিভর করে গাছ সাজাতে হবে। কম সূযের আলো তে কি কি চাষ করা যায় তা নিয়ে এই Natural 880 চ্যানেলে একটি ভিডিও তৈরি করা আছে আশাকরি দেখে নিবেন কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ৫ম ছাদে গাছ লাগানোর জন্য কোন পদ্ধতিতে শুরু করবেন তা আগে থেকেই নির্বাচন করুন। যেমন চৌবাচ্চা পদ্ধতি স্থায়ী বেড পদ্ধতি হাফ ড্রাম পদ্ধতি টব পদ্ধতি টব পদ্ধতি খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় বলে এটাই সহজ পদ্ধতি বলে বিবেচিত। টব সাধারণত যে আকারের হয়ে থাকে তা ফল গাছের জন্যে খুব একটা ভালো হয় না। বড় আকারের টবে ফলের গাছ লাগানো যেতে পারে। সেই ক্ষেত্রে সিমেন্টের তৈরি বড় টব ব্যবহার করা যায়। টবে চাষ করার জন্য পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করা উচিত। হাফ ড্রাম বর্তমানে বেশিরভাগ মানুষ হাফড্রাম পদ্ধতিতে ছাদে ফলের বাগান করে থাকেন। হাফড্রামের তলদেশে ছিদ্র করতে হবে। ছিদ্রগুলোতে ইটের টুকরো বসাতে হবে; তার উপরে ড্রামের তলদেশে প্রথম ১ ইঞ্চি পরিমাণ খোয়া বা সুড়কি দিতে হবে যাতে করে পানি নিষ্কাশন হয়। চৌবাচ্চা পদ্ধতি ছাদে এক থেকে দেড় ফুট উঁচু এবং তিন থেকে চারটি পিলারের ওপর পানির ট্যাঙ্ক বা চৌবাচ্চা আকারের রিং স্লাব বসিয়ে ইটের টুকরো এবং সিমেন্টের ঢালাই দিয়ে স্থায়ী চৌবাচ্চা তৈরি করা যায়। এই ধরনের চৌবাচ্চায় মাছ এবং জলজ উদ্ভিদ চাষ করে ছাদের পরিবেশ সুন্দর রাখা যায় সহজেই। স্থায়ী বেড পদ্ধতি স্থায়ী বেড একটি আধুনিক পদ্ধতি। ছাদে বাগান করার পূর্বে ছাদ বিশেষভাবে ঢালাই দিয়ে নেট ফিনিশ করে নিতে হবে। ছাদে বাগানের জন্য কিভাবে মাটি তৈরি, ঘরোয়া পদ্ধতিতে কীটনাশক, মাচা তৈরি করবেন তা নিয়ে এই Natural 880 চ্যানেলে একটি ভিডিও তৈরি করা আছে আশাকরি দেখে নিবেন কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছাদে বাগানের কিছু জরুরি টিপস লম্বা গাছকে ছোট গাছের পিছনে রাখতে হবে। টবে বা ফ্রেমে খৈল দেয়া যাবে না, এতে পিঁপড়ার উপদ্রব বাড়তে পারে। কিভাবে মাটির তৈরির করতে হয় এবং কিভাবে ঘোরোয়া পদ্ধতিতে জৈব সার ও কিটনাশক তৈরি করবেন- তা নিয়ে কিছু ভিডিও এই Natural 880 চ্যানেলে তৈরি করা আছে আশাকরি দেখে নিবেন কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাজার থেকে কেনা প্যাকেটজাত কম্পোস্ট সার ব্যবহার করলে ভালো। বছরে একবার নতুন মাটি দিয়ে পুরাণ মাটি বদলিয়ে দিতে হবে ছাদে বাগানের জন্য মিশ্র সার, গুঁটি ইউরিয়া, খৈল, হাড়ের গুঁড়া (পচিয়ে) ব্যবহার করা ভালো। বাজারে স্টিল লোহার ফ্রেম পাওয়া যায়, এগুলো দিয়ে অনায়াসে ছাদে বাগান করা যায়। অবস্থা বুঝে গাছের গোঁড়ায় চুনের পানি সপ্তাহে ১ বার ব্যবহার করা যায়।

Comments