У нас вы можете посмотреть бесплатно Hollow Block Installation Process / হলো ব্লক গাঁথার নিয়ম । Mir Concrete Block или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
হলো ব্লক গাঁথার জন্য মেনে চলতে হবে সঠিক নিয়ম। ১। গাঁথার জন্য ব্লক ভেজানোর দরকার নাই, শুকনা ব্লক দিয়েই দেয়াল গাঁথতে হবে। ২। প্রথমত সিসি ঢালাইকৃত ছাদের উপর ০.৫ ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট মশলা দিয়ে নিতে হবে। ৩। দেয়াল গাঁথার সময় কলাম থেকে ১~১.৫ ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। যা পরবর্তীতে সিমেন্ট মর্টার দিয়ে ভরাট করে দিতে হবে। ৪। মীর কংক্রিট ব্লকের উপরের দিকে ফাঁকা কিন্তু নিচের দিকে আটকানো, তাই দুটি ব্লকের মধ্যে বন্ধন মজবুত করার জন্য, ব্লক গুলো উল্টো করে বসাতে হবে। ৫। একদিনে ৫ স্তরের বেশি ব্লক গাঁথা যাবে না। একদিনে ৫ স্তর গেঁথে, পরদিন ৬ নম্বর স্তর থেকে শুরু করতে হবে। ৬। ব্লক দিয়ে গাঁথা দেয়াল কমপক্ষে ১০ দিন কিউরিং করতে হবে। ৭। দরজা বা জানালার জন্য নির্ধারিত জায়গার দুই পাশের ব্লকের ফাঁকা স্থানের মধ্য দিয়ে,৩ সুতা রড দিতে হবে, এবং এরপর ফাঁকা স্থানগুলো গ্রাউটিং দিয়ে ভরাট করে দিতে হবে। ৮। দৈর্ঘ্যে ১০ ফিটের চাইতে বড় দেয়ালের ক্ষেত্রে ৫ ফিট পর পর ব্লকের ফাঁকা স্থানের মধ্য দিয়ে ৩ সুতা রড দিতে হবে, এবং এই ফাঁকা স্থান ও গ্রাউটিং করে ভরাট করে দিতে হবে। ৯। একদম উপরের স্তরের বীম এবং ব্লকের মধ্যে অবশ্যই ১-১.৫ ইঞ্চি ফাঁকা রাখতে হবে যা সিমেন্ট মর্টার দিয়ে ভরাট করে দিতে হবে। ১০। ব্লক গাঁথার পূর্বে দেয়ালের দৈর্ঘ্য মেপে নিয়ে ব্লকের মধ্যবর্তী ফাঁকা জায়গার পরিমান ০.৫ ইঞ্চি থেকে .৭৫ ইঞ্চির মধ্যে রেখে ব্লক গাঁথলে ব্লক কাটার প্রয়োজন পড়বে না। ১১। ব্লকের উপর প্লাস্টার লেয়ারের পুরুত্ব ০.৫ ইঞ্চির চাইতে বেশি হওয়ার প্রয়োজনীয়তা নেই। সেখানে বালি ও সিমেন্টের অনুপাত ১:৪ হলে ভালো। মীর কংক্রিট ব্লক বাংলাদেশে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদনে একটি অগ্রগামী প্রতিষ্ঠান। এটি মীর গ্রুপের অন্যতম একটি অঙ্গপ্রতিষ্ঠান। । প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। হেড অফিসের ঠিকানাঃ হাউসঃ বি-১৪৭, রোডঃ ২২, মহাখালী ডিওএইসএস, ঢাকা-১২০৬ ফ্যাক্টরিঃ গঙ্গানগর, মুরাপাড়া,রূপগঞ্জ,নারায়ণগঞ্জ ওয়েবসাইটঃ www.mirconcreteproducts.com সোসাল মিডিয়াঃ ফেসবুক পেজ: / mirconcreteblock ইন্সটাগ্রাম: / লিঙ্কডিন: / 72345419 হেল্পলাইন: ১৬৬৫৭