У нас вы можете посмотреть бесплатно গায়ানা কিভাবে ৫ বছরের মধ্যে ধনী দেশ হতে যাচ্ছে | আদ্যোপান্ত | How Guyana is Becoming Insanely Rich или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
গায়ানা কিভাবে ৫ বছরের মধ্যে ল্যাটিন আমেরিকার সবেচয়ে ধনী দেশ হতে যাচ্ছে ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : / adyopanto দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা যেন এক অর্থনৈতিক বিষ্ময়ের নাম। গায়ানার রাজধানী জর্জটাউনের উপর যেন উদিত হয়েছে ভোরের নতুন সূর্য । নির্মাণ এবং ভারী যন্ত্রপাতির আওয়াজ শুনা যায় গায়ানার অলিতে গলিতে। আগেকার নিশ্চল রাস্তাগুলো এখন সর্বদা কর্মব্যস্ত। ভবঘুরে বেকাররা এখন বড় বড় অট্টালিকা নির্মাণে ব্যস্ত। ট্যাক্সিতে চড়ে তারা দাপিয়ে বেড়ায় পুরো শহর। জর্জটাউন শহর থেকে নিকটেই আছে নবনির্মিত বন্দর। বন্দরের উপর দাঁড়িয়ে আছে উচু উঁচু ক্রেইন। কিছুক্ষণ পরপর জাহাজে ছেঁয়ে যায় পুরো বন্দর। চলছে দেশটির অবকাঠামো নির্মাণে বিশাল কর্মযজ্ঞ। বিদ্যুৎ উৎপাদনে নেওয়া হয়েছে বড় প্রকল্প। গায়ানার গ্রাম, শহর ও প্রতিবেশী দেশগুলোকে সংযুক্ত করার জন্য নির্মিত হচ্ছে বিস্তৃত মহাসড়ক। আশা করা যায়, গায়ানা হবে দক্ষিণ আমেরিকার শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র। ২০২২ সালে গায়ানার অর্থনীতি ৫৭.৮% বৃদ্ধি পেয়েছিল। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে হাজার হাজার গায়ানিজ দারিদ্রের শিকল থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। এমনকি, মাত্র পাঁচ বছরের মধ্যে ধনী দেশের কাতারে নাম লেখানোর পরিকল্পনা করছে গায়ানা। এ সময়ে দেশটির মাথাপিছু আয় দাঁড়াবে ইতালির সমান। প্রশ্ন হলো গায়ানার হঠাৎ এতো উন্নতির কারণ কী? এর সম্ভাব্য পরিণতিই বা কী হতে পারে? এ বিষয় দুটির সম্ভাব্য উত্তর খুজে বের করার চেষ্টা করবো আদ্যোপান্তর আজকের পর্বে। ▶ Follow Me on Facebook: / damahbub ▶ Follow Me on Instagram: / da.mahbub 💻 যুক্ত হোন: ফেইসবুক: / adyopanto 💻 আমাদের ওয়েবসাইট: https://www.atpoure.com 📌 For Copyright Related Issues, please contact us: [email protected]