У нас вы можете посмотреть бесплатно Bidroho - Porajito Juddho ( পরাজিত যুদ্ধ ) | Official Video или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
‘Porajito Juddho’ is the second single from Bidroho’s upcoming album 'Shob Bidrohe'. সুন্দর এই পৃথিবী - অগণিত মানুষ - প্রিয় শহরগুলো পরিপূর্ণ যাদের কর্মব্যস্ততা আর কোলাহলে। রঙিন স্মৃতির মলাটে আবৃত যেই শহরে ঘুম ভাঙলে হাতছানি দেয় হাসিমাখা রোদ্দুর। যে শহরে ভালোবাসার অভাব হয় না, অভাব হয় না সুরের। যে সুর সুখের কথা বলে, ভালোবাসার কথা বলে, বন্ধুত্বের কথা বলে.. তবু এ শহর-দেশ-জাতি অচেনা হয়ে যায় চোখের পলকে। চোখ খুললেই দেখা দেয় করুণ হাহাকার। একটা অজানা অভিশাপ জন্ম দেয় অদৃশ্য দস্যু-দলের, জন্ম দেয় দৃশ্যমান যুদ্ধবিগ্রহের। আর এই অনাচারের কবলেই চলে যায় আমাদের প্রিয় শহর। দূষিত হতে থাকে রোজ রোজ, ধুলো জমতে থাকে আমাদের প্রিয় স্মৃতির মলাটে, মেঘে ঢেকে যায় হাসিমাখা রোদ্দুর। এই দস্যু-দল, অশান্তি - আমাদের নিজ হাতে গড়া পাপগুলোই! বিদ্রোহের যুদ্ধটা এই পাপগুলোকে ঘিরেই। 'পরাজিত যুদ্ধ' জানায়, যুদ্ধ মানেই সংঘর্ষ নয় - যুদ্ধ মানেই সহিংসতা নয়। 'পরাজিত যুদ্ধ' একটা ভালোবাসার বিদ্রোহ সুর। যেই বিদ্রোহ ভালোবাসতে জানে, কাঁধে কাঁধ রেখে লড়তে জানে, যেই বিদ্রোহ স্মৃতির গভীরতা জানে.. আমরা সবাই এখন এই যুদ্ধের পরাজিত যোদ্ধা। পরাজিত যুদ্ধে আমরা বারংবার নামি। রোদ্দুর ছড়াই অন্ধ নগরে। হাতে হাত রাখি,কাঁধে কাঁধে কাধ রাখি। ভালোবেসে বিদ্রোহ করি। আবার স্বপ্ন দেখি সুন্দর এক পৃথিবীর। 'পরাজিত যুদ্ধ' সুখের সুর টেনে যুদ্ধ করে যায়, 'পরাজিত যুদ্ধ' ভালোবেসে বিদ্রোহ করে যায়! Lyrics by Syed Prottoy Haque Artwork by Faiaz Rafid Music Video by Enigmatter Studio T-shirt design by Peter X. Rozario Poster design by Joy Sarkar Special thanks to Shahamat Sadab Composed and Produced by Bidroho Mix & Mastered by Francesco Petrelli Recorded at Home of Bidroho Band lineup: Richard Rozario ~ Vocals & Keys Larry Gomes ~ Bass Vincent D'Costa ~ Drums Sandro Costa ~ Guitars Jason Bose ~ Guitars Follow Bidroho: Facebook: / bidroho.rock. . Instagram: / bidrohoband Website: https://www.bidroho.com Distrokid: https://distrokid.com/hyperfollow/bid... Merchandise Partner: Heavy Metal T-shirt Promotional Partner: Bangladeshi Band Music Fans Community - BBMFC Special mention to - Heavy Metal Lyrics and Meme Hub & BBMG Lyrics: চোখ খুলে দেখো কত হাহাকার! পথের ধুলোর গায়ে লেখা অভিশাপ। মুখে হাসি নেই কারোর অন্ধ হয়ে গেছে আমাদের চোখ তাই চিনছি না কিছুতেই নিজ হাতে গড়া পাপ। চলো বিদ্রোহ করি কিছু ভালোবাসা থাক। চলো বিদ্রোহ করি কি হবে তা দেখা যাক। হাত বাড়াও উঠে দাড়াও আমরা আছি সাথে। একসাথে হারিয়ে যাই কিছু দূর কিছু পথ কোন সুখের দরজায়। চলো বিদ্রোহ করি কিছু গান লেখা থাক। চলো বিদ্রোহ করি একসাথে বাঁচা যাক। ভয় নেই বন্ধু আমরা আছি তোমার কাধেই হাতটা রাখি ছুঁয়ে দেখি কিছু রঙিন মলাট হাসিমাখা কিছু স্মৃতির শহর আজ খুঁজে আনি আমাদের নতুন প্রহর। চলো বিদ্রোহ করি কিছু হাসি সুর হয়ে যাক। চলো বিদ্রোহ করি একসাথে কিছু ভালোবাসা থাক। [English subtitle of the lyrics is available for our listeners] © 2023 Bidroho All rights reserved #banglarock #banglabandmusic #rockmusic #newbengaliband #PorajitoJuddho #juddho #ShobBidrohe #Bidroho #banglasong #bdband #Bangladesh #rock #cholobidrohokori