У нас вы можете посмотреть бесплатно লাল শাপলার স্বর্গরাজ্য - সাতলা বিলের লাল শাপলা - সাতলা, উজিরপুর, বরিশাল - Red Water Lily или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Watch সাতলা বিলের লাল শাপলা - Red Water Lily. The location is Satla, Wazirpur, Barisal, Bangladesh. এই সেপ্টেম্বরেই ঘুরে আসুন লাল শাপলার রাজ্য বরিশাল জেলার উজিরপুর থানার সাতলা গ্রামে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই তিন মাসই মূলত লাল শাপলার সৌন্দর্য উপভোগের সময়। তবে আমি বলবো এরমধ্যে সেপ্টেম্বরই আসল সময়। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের কথা তেমন কিছুই বলবো না। শুধু বলবো এখানে গেলে প্রকৃতি আপনাকে হতাশ তো করবেই না,বরং আশার চেয়েও কয়েকগুণ বেশি ভালোলাগা পাবেন। কিভাবে যাবেন: ঢাকার সদরঘাট লঞ্চঘাট থেকে লঞ্চে করে বরিশাল। ওখান থেকে অটোতে নথুল্লাবাদ। নথুল্লাবাদ থেকে মাহিন্দ্রা গাড়িতে সাতলা। ভাড়া জনপ্রতি ৯০ থেকে ১০০/-। রিজার্ভ নিলে দামাদামি করে নিবেন। সাতলায় শাপলা দেখার জন্য কয়েকটি স্পট আছে। যেমন পূর্ব সাতলা জনতা বাজার, পটিবাড়ি, মুড়িবাড়ি, নয়াকান্দি। এরমধ্যে যেখানে যেতে চান মাহিন্দ্রা ড্রাইভারকে বললে নিয়ে যাবেন। তবে আমি পূর্ব সাতলা জনতা বাজারে গিয়েছিলাম। বাকিগুলিও দেখেছি আগে। কিন্তু এখানে শাপলার ঘনত্ব বেশি। প্রতিটি স্পটে শাপলা বিলে ঘোরার জন্য নৌকা ভাড়া পাওয়া যায়। ভাড়া প্রতি ঘন্টা ৫০০/- থেকে ৬০০/-। দামাদামি করে নিলে কমেও পেতে পারেন। আমাদের ঘুরে দেখাতে সাহায্য করেছে টুরিস্ট গাইড এবং ফটোগ্রাফার শাওন হাওলাদার, খুবই ভাল ছেলে। ওর সাহায্য নিতে পারেন, যোগাযোগ ০১৯৩০৫০১৩৩৩ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা! আপনাকে অবশ্যই ভোর ৬টা থেকে ৭টার মধ্যে ওখানে পৌঁছুতে হবে। কারণ শাপলা যেহেতু রাতে ফোটে আর রোদের তাপ বাড়ার সাথে সাথে পাপড়ি গুটিয়ে ফেলে তাই যত ভোরে যাবেন ততই ভালো হয়। আরো একটি গুরুত্বপূর্ণ কথা! শাপলা রাজ্যে সৌন্দর্য পিপাসুদের আনাগোনা বেড়েছে। প্রত্যেকেই ছবি তোলার জন্য কম বেশি শাপলা তোলে। আমার অনুরোধ থাকবে,আপনারা প্রয়োজনের অতিরিক্ত শাপলা তুলবেন না। এতে এর ঘনত্ব কমে গিয়ে সৌন্দর্য কমে যায়। অনেককেই দেখা গেছে অনেক অনেক শাপলা তুলে বিলের মধ্যেই ফেলে আসে বা রাস্তায় এনে ফেলে দেয়। আর হ্যাঁ, শাপলা বিলে ঘোরার সময় দু'একটা সাপ চোখে পড়তে পারে যেগুলো বিষহীন এবং কামড়ায় না। লোকাল ভাষায় এর নাম "নাওডোঙ্গা"। তাই সাপ চোখে পড়লে ভয় পাওয়ার কিছু নেই। আমি দুইটা দেখেছিলাম। আরেকটি কথা, এলাকাটা একেবারেই গ্রাম। তাই এখানে পর্যটকদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই।টয়লেট ব্যবহারের দরকার পড়লে গ্রামের কারো বাড়িতে যেতে হবে। ভালো থাকুন সবাই আর অনুগ্রহ করে কেউ কোথাও ঘুরতে গিয়ে সেখানে এলোপাথাড়ি ময়লা আবর্জনা না ফেলি। সকলের ভ্রমন উপভোগ্য হোক। Subscribe my Channel: / @nayanmajumder Find more great content from Nayan Majumder: / nayanmajumder Stay connected with me! Facebook: / nayanmajumdervideos Instagram: / nayan_majumder_bd Song: Markvard - Invisible Love (Vlog No Copyright Music) Music provided by Vlog No Copyright Music. Video Link: • Markvard - Invisible Love (Vlog No Co... #RedWaterLily #RedShaplaFlower #BeautifulBangladesh