У нас вы можете посмотреть бесплатно Odbhut || Kaaktaal || গানে প্রানে или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Kaaktaal's performance of "Odbhut" In Sangskriti Bikash Kendro, Poribagh, Arranged by Shomogeet. Video footages from Kowshikur Rahman and Tanzil Ahsan. Odbhut || অদ্ভুত Lyric, Tune and voice : Aia Lemonsky Flute: Nazm Anwr কাগজে কলমে ঝি ঝি পোকার আওয়াজে কত কথা পড়ে থাকে সহজে দিন নেই রাত নেই কিছুটা অজান্তেই অপরিচিত অনুভুতিতে... আজ নয় কাল নয় হয়ত কোন দিনই নয় কথাগুলো খুঁজে পাবে তোমাকে এলোমেলো চিন্তা বুড়ো হয়ে ঝরে যায় কিছু এখনও অপেক্ষায় দূরের কোন ল্যাম্পপোস্টের নিচে হাঁটছে আঁধার অদ্ভুত তিন প্রান্তরে শুধু একটি জোনাক জ্বলে নিভে যায় নিভে যায় চুপ সূর্যকে গুম করে নীলাভ আঁধার গ্রাস করে সব বিদ্রুপ হলুদ ফ্রেমে শব্দ আটকে সাথে ইটভাটা ধোঁয়া অপরূপ ... সব এখানে কল্পনা না না না না আর বাস্তবতা ঘরছাড়া সব এখানে কল্পনা না না না না আর যতসব যুক্তি মারপ্যাঁচে মুক্তি ঘরছাড়া... অশরীরী জাদুকরী স্ববিরোধী উপহাস বিজলী ফাটল ধরে আকাশে জানালায় দেয়ালে ছাদে আর মেঝেতে লুকোচুরি ছায়া জমে উঠেছে... ভ্রূক্ষেপ আক্ষেপ ভুলে গিয়ে সংক্ষেপে উদ্ভট কথাগুলো উড়ে যায় মাঝরাতে চুপচাপ ঝেড়ে বাসি অনুরাগ অগোচরে বসে অসহায়... শব্দ জমে গল্প হবার সাধ এখনও মজবুত বারান্দায় জমা জল আয়নায় ছবি কেড়ে নেয় চোখের ঘুম দুটি বিড়ালছানার হাতাহাতি দেখে বোকা শকুনেরা উৎসুক বৃষ্টি ভেজা রাতে চাঁদ ভেঙ্গে রোদ ঝরে - ভেসে যায় রক্তের স্রোত ... না না না না না... নানানা...না না না না না... শেষ প্রহরে নীরবে ঘুমিয়ে... ছায়া চেহারা উদ্ভট অদ্ভুত... আজব কথার আরও গভীরে ... সেই ভালোলাগার প্রতিকূলতায় ডুবে ঘুম... তাই সব এখানে কল্পনা না না না না আর বাস্তবতা ঘরছাড়া সব এখানে কল্পনা না না না না আর যতসব যুক্তি মারপ্যাঁচে মুক্তি ঘরছাড়া... সব এখানে কল্পনা না না না না আর বাস্তবতা ঘরছাড়া সব এখানে কল্পনা না না না না আর যতসব যুক্তি মারপ্যাঁচে মুক্তি ঘরছাড়া... না না না না না না...