У нас вы можете посмотреть бесплатно বুদ্ধ ধর্মে সৃষ্টি কর্তা কথা বলে না ?🙄 | উ পঞঞাদীপা মহাথেরো ☸️| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
বুদ্ধ ধর্মে সৃষ্টি কর্তা কথা বলে না ?🙄 | উ পঞঞাদীপা মহাথেরো ☸️| ১️☸️ বুদ্ধ কী শেখালেন? বুদ্ধ মানুষের দুঃখ, দুঃখের কারণ, দুঃখের নিরোধ ও দুঃখ নিরোধের পথ—এই চার আর্যসত্য শেখালেন। তিনি বললেন, জগত ও জীবনের ঘটনা ঘটে কারণ–প্রত্যয়ের ফলে, কোনো সর্বশক্তিমান স্রষ্টার ইচ্ছায় নয়। ২️☸️ সৃষ্টি কেন ঘটে—বুদ্ধধর্মের ব্যাখ্যা বুদ্ধধর্মে বলা হয় প্রতীত্যসমুৎপাদ (কারণ–নির্ভর উৎপত্তি): “এটি আছে বলেই ওটি আছে, এটি উৎপন্ন হওয়ায় ওটি উৎপন্ন হয়।” অর্থাৎ— অজ্ঞান → সংস্কার সংস্কার → চিত্ত চিত্ত → নামরূপ এভাবেই জন্ম, জরা, মৃত্যু ঘটে 👉 এখানে কোথাও “সৃষ্টি-কর্তা ঈশ্বর” প্রয়োজন হয় না। ৩️☸️ ঈশ্বরের অস্তিত্ব কি বুদ্ধ অস্বীকার করেছিলেন? বুদ্ধ তর্কে যাননি— “ঈশ্বর আছেন” বা “ঈশ্বর নেই” তিনি বলেছিলেন: এই প্রশ্নগুলো দুঃখ নিবারণের জন্য প্রয়োজনীয় নয়। একজন মানুষ আগুনে পুড়ছে—সে আগে জানতে চায় আগুন নেভানোর উপায়, আগুন কে জ্বালিয়েছে তা নয়। এই উদাহরণেই বুদ্ধ বিষয়টি বোঝান। ৪️☸️ কর্মই এখানে মূল নিয়ামক বুদ্ধধর্মে বলা হয়— সুখ–দুঃখ আসে নিজের কর্মের ফলে কেউ পুরস্কার বা শাস্তি দেন না নিজ কর্মের ফল নিজেকেই ভোগ করতে হয় “তুমিই তোমার রক্ষক, তুমিই তোমার আশ্রয়।” ৫️☸️ তাহলে বুদ্ধধর্ম নাস্তিক? ❌ না ✔️ আবার ঈশ্বরবাদীও না 👉 বুদ্ধধর্ম হলো অধর্মীয় দর্শন (Non-theistic philosophy) যেখানে— ঈশ্বরের ওপর নয় প্রজ্ঞা, শীল ও সমাধির ওপর মুক্তি নির্ভর করে ☸️ উপসংহার বুদ্ধধর্ম সৃষ্টি-কর্তার কথা বলে না, কারণ–কর্ম–প্রজ্ঞার কথা বলে। দুঃখ থেকে মুক্তির পথই বুদ্ধের মূল শিক্ষা। #বুদ্ধধর্ম #সৃষ্টিকর্তা_নেই #প্রতীত্যসমুৎপাদ #কারণ_ও_ফল #কর্মফল #চার_আর্যসত্য #বুদ্ধের_শিক্ষা #ধর্মদেশনা #ধর্মচিন্তা #বৌদ্ধদর্শন #দুঃখনিরোধ #মধ্যমপথ #প্রজ্ঞা_শীল_সমাধি #আত্মদর্শন #নির্বাণের_পথ