У нас вы можете посмотреть бесплатно Jabar belay || KaaktaalRaw || V01 Ch08 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
এতদিন ধরে চলে যাওয়ার সুযোগ পাওয়ার জন্য মন উতলা হয়ে ছিল। চোখে পড়েনি বিপদের সময় পাশে থেকে অগোচরে আপন হয়ে যাওয়া এতোগুলো মানুষের মায়ায় হৃদয়ে কত জটিল গিঁট লেগে গেছে। জামিনের খবর শুনে খুশিতে পাগল হয়ে যখন সাদি ভাই কাপড়ের ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে এল বিদায় জানাতে, কত কিছু বলতে চেষ্টা করল কিছুক্ষণ কিন্তু বারবার কথার বদলে উথলে পড়ছিল বাঁধন ভাঙ্গার জোয়ারের নোনা জল। প্রতিদিন জিম করা এই শক্ত পোক্ত রসিক লোকটির চোখ বেয়ে তখন শ্রাবণের ঢল। মুক্তির আনন্দকে গো হারা হারিয়ে জয়োৎসবে রত বিচ্ছেদ বেদনা। তাও আবার ক্ষণিকের স্বল্প পরিচিত কিছু সম্পর্কের জন্য । আসলে কিসের মূল্য বেশি মানুষের কাছে? যা সে জানে সেতার নাকি সম্পূর্ণ উপেক্ষিত অযৌক্তিক কিছুর? ঠিক যেমন আসিফ ভেবেছিল সে কাঁদবে, কিন্তু এক ফোঁটা চোখের জল বের হয়নি। কেঁদেছিল বাকি সবাই। হয়ত হাজার হাজার মানুষকে বিদায় দিতে দিতে অভ্যাস হয়ে গিয়েছিল তার। কেঁদেছিল প্রথমবার, যখন বিদায়ের এক রিলে রেস এ অনিচ্ছা সত্ত্বেও যোগ দিতে হয়েছিল তাকে। কাঁদত প্রতি কুরবানি ঈদ এর কুরবানির সময় যখন কদিনের পরিচিত গরুটিকে সবাই সানন্দে হত্যা করত। বাবা বলেছিল কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ এটা ত্যাগের শিক্ষা। কিন্তু এই শিক্ষা পেতে অনেক বছর লাগিয়ে ফেলেছে সে। নানাবাড়ি থেকে বিদায়, সিলেটের প্রথম অসাধারণ ভ্রমনের বন্ধুদের থেকে বিদায়, নিজের গ্রাম থেকে বিদায়, আপনজনদের থেকে বিদায়, স্কুল, ভার্সিটি থেকে বিদায়, আগন্তুকদের থেকে বিদায়- এত বিদায়ের পর এখন আর কান্না পায় না। বরং অনাকাঙ্ক্ষিত বিদায় যাতে না দিতে হয় সেজন্য সে আগে থেকেই সবাইকে, সবকিছুকে বিদায় জানাতে থাকে। বাঁধন শক্ত হলে ছেঁড়ার কষ্টও বেশি, সে জানে। তবুও জড়িয়ে পড়ে। তাই বহু বছর সে প্রার্থনা করেছে সব বিদায়ের শেষ চির বিদায়ের। কিছুতেই কিছু হয়না। তাই সব আসে যায় ভেবে তার আর কিছু যায় আসে না। Lyric: যাবার বেলায় যাবার বেলায় যত কথা ছিল আবার ভুলে দুচোখ ভিজে গেল দুদিন আগে হাওয়ায় ভাসা মনে চুলের শরৎ আভা আজ আলো ছায়ায় ছেড়া সুতোর দোলা পায়ের তলে জমাট বাঁধা চলা খুঁজে ফিরে মায়ার আচল ছেড়ে জুতোর ক্ষয়ে যাওয়া নি:শব্দে রাত্রির আঁধার একা স্রোতে বহমান নিয়তির অমোঘ কবিতা শোনায় আঁকড়ে জাপটে বিপপ্রতীপ সময় গোঁধূলির ঘ্রাণে ভেঁজা অসমাপ্ত কথায় ঘোলা চোখে কত সময় বয়ে যায় নোনাজলে কত কথা ভেসে যায় না বলা কেন বুক ভেঙে আজ উপচে পড়ে সেই শেষ দিনের শেষে থমকে গিয়ে মনে জোয়ার ভাটায় আবেগের কোলাহল কেন হৃৎপিণ্ডের লাল বদলে নোনাজলেএএএএ নি:শব্দে রাত্রির আঁধার একা স্রোতে বহমান নিয়তির অমোঘ কবিতা শোনায় আঁকড়ে জাপটে বিপপ্রতীপ সময় গোঁধূলির ঘ্রাণে ভেঁজা অসমাপ্ত কথায় নোনাজলে কত কথা ভেসে যায় না বলা ঘোলা চোখে কত সময় বয়ে যায় নোনাজলে কত কথা ভেসে যায় না বলা... Lyric Tune voice : Aia Lemonsky aka Asif Iqbal Aontu #kaaktaal #KaaktaalRaw #Jabarbelay