У нас вы можете посмотреть бесплатно বর্ষার পাখি গরমে কেন?? দুধরাজের বিবর্তন নাকি গ্লোবাল WORMING или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#দুধরাজ_পাখির_খোঁজে_পূর্বস্থলী #প্রজানন_ঋতুতে_পাখির_খোঁজে #বাংলার_পাখি #পরিযায়ী_পাখি জুন মাসের শেষ আর জুলাই মাসের শুরুতে পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর বৃষ্টি শুরু হয়। আর এই বর্ষাকাল অনেক পাখি এবং পশুদের প্রজনন এর সময়। কিন্তু এই বছর একটা অদ্ভূত ঘটনা জানতে পারি, দুধরাজ এই সময় অর্থাৎ বর্ষা কালে বাসা করেছে। এবং মোনার্ক ও বাসা করেছে। খুব অবাক করা ব্যাপার এরা আসলে গরমের পাখি এই সময় এদের বাচ্চা বড়ো হয়ে যায় এবং নিজেরা খেতেও শিখে যায়। গত রবিবার আমি সাহাবুদ্দিন দার সাথে চলে আসি পূর্বস্থলির এক আম বাগানে যেখানে দুধরাজ বাসা করেছে। সেদিন গাইড তথা বোটম্যান বাবুদা ও ছিল। দুজনের সাথেই এই অসময়ে Indian paradise flycatcher অর্থাৎ দুধরাজ এর বাসা নিয়ে আলোচনা করেছিলাম। চেষ্টা করেছিলাম এর কারণ বা রহস্য আবিষ্কার করতে। দুধরাজ সেদিন বাসায় কম আসছিল তাই অন্যান্য photographar রা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমি তাই আর সুযোগ পাইনি বা তাদের সাথে এই ব্যাপারে কথা বলে তাদের ছবি তোলা টা নষ্ট করতে চাইনি। এক ম্যাডামের সাথে সেদিন দেখা হয়েছিল যার বাগানে এটা বাসা করেছে। ওনার থেকেও জানতে চেয়েছিলাম বেশ কিছু জিনিস পাখি সম্পর্কে। যাইহোক আমি সেদিন কোন সদুত্তর পাইনি কারো থেকে। বুজলাম এর উত্তর পেতে আরো কয়েকটা বছর লেগে যাবে। আমার যেটা মনে হয়েছিল যে হতে পারে এই বছর এখন সেভাবে বৃষ্টি হয়নি এবং গরম ও খুব তাই এই দুধরাজ জোড়া দেরিতে বাসা করেছে। অথবা বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে পরিবেশের সাথে মানিয়ে নিতে এরা বিবর্তনের দিকে এগোচ্ছে। আপনারা যদি দুধরাজ এই অকাল মিলন এর ব্যাপারে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন🙏🙏 My others video:- • প্রথমবার মানুষখেকোর ডেরায় | ভাবিনি এত কাছ... • মানুষ খেকোর ডেরায়lপৃথিবীর সবচেয়ে হিংস্র ব... • বর্ষার পাখির খোঁজে পূর্বস্থলী। প্রজানন ঋত... • স্বর্গের দূতের খোঁজে।দুধরাজের একাধিক বাসার... • রংটং বার্ডিং ট্রিপ | রংটং যাওয়ার সঠিক সময় ... • গরীবের আমাজনে মুকুটহীন রাজা।বাংলার আমাজনের... • চুপির চরের ইতিহাস। পূর্বস্থলীর OXBOW LAKE ... • দক্ষিণবঙ্গের প্রথম হাইড।দক্ষিণবঙ্গের একমাত... Contect details of SAHABODDIN SK:- Sahaboddin sk:- / sahabodidin.sk Phone no:- +91 76793 20113 ................................. Camera used: Canon 80D https://www.amazon.in/Canon-24-2MP-Di... Gopro Hero10:- hhttps://www.amazon.in/s?k=gopro+hero1... Lense used:- Canon 100-400 mm is II usm https://www.amazon.in/Canon-100-400mm... Voice over mic:- Audio-Technica-ATR2100x-USB https://www.amazon.in/Audio-Technica-...