У нас вы можете посмотреть бесплатно Rabibrate Debabrata – 09 ‘Remembering Georgeda’ Speakers – Ketan Moitra & Subir Adhikari или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
রবিব্রতে দেবব্রত – ০৯ (অন্তিম পর্ব) আজ ২৩শে আগস্ট, দেবব্রত বিশ্বাসের জন্মদিবসে প্রকাশিত হল রবিব্রতে দেবব্রত-র নবম ও অন্তিম পর্ব। দেবব্রত বিশ্বাসের স্মরণ অনুষ্ঠান ‘রবিব্রতে দেবব্রত’ আয়োজিত হয়েছিল পুণের উপাসনা গ্লোবাল ফোরামের কর্ণধার শ্রীমতি শর্মিলা মজুমদারের উদ্যোগে ও আহ্বানে ২০২৪ সনের ২৯ ডিসেম্বর জোড়াসাঁকো স্থিত রবীন্দ্রভবন সংলগ্ন রথীন্দ্র মঞ্চে। সম্পূর্ণ অনুষ্ঠানটির প্রথম ছয় খণ্ডের ভিডিও রেকর্ডিং এ পর্যন্ত আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেল jghosh64 @ Debabrata Biswas এ। প্রথম আট পর্বে আপনারা শুনেছেন শ্রীমতি বিভা সেনগুপ্ত, শ্রীমতি স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শ্রীমতী পদ্মিনী দাসগুপ্ত, শ্রীমতী পৃথা ঘোষ, শ্রীমতী পূর্বা শূর, শ্রীমতী পার্বতী গুপ্ত, ডক্টর পার্থ ঘোষ, শ্রী অধীপ চৌধুরী, শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী চন্দন দাশ শর্মা, শ্রী তুলসী প্রসাদ বাগচী, শ্রী শিবাজী পাল, শ্রী পরাগ বরণ পাল, শ্রী অরুণ গঙ্গোপাধ্যায় এবং পণ্ডিত অমিতাভ মুখোপাধ্যায়ের দেবব্রত বিশ্বাস সম্পর্কিত নানা স্মৃতিচারণা ও মূল্যায়ন যা আমাদের সামনে ঋজু ব্যক্তিত্ব সম্পন্ন এমন এক মানুষ দেবব্রত বিশ্বাসকে উপস্থিত করেছে, যিনি একাধারে লৌহমানব এবং অপর দিকে গভীর সংবেদনশীল এক পিতৃপ্রতিম মানবিক ব্যক্তিত্ব। আজ রবিব্রতে দেবব্রত-র অন্তিম পর্বে রইল আরও দুই বক্তার স্মৃতিচারণ যারা দেবব্রত বিশ্বাসকে শুধু দর্শন করেছেন বললেই যথেষ্ট হয় না, পেয়েছেন তাঁর গভীর স্নেহ। আজকের স্মৃতিচারণে, প্রথম কথক, শ্রী কেতন মৈত্র আমাদের চিনিয়েছেন এক অন্য দেবব্রতকে, যার খবর আমাদের অনেকেরই জানা ছিল না। সেই স্মৃতিমেদুর ভাষণ আপনাদের আপ্লূত করবে এ কথা আমি নিঃসন্দেহ হয়ে বলতে পারি। দ্বিতীয় বক্তা অধ্যাপক সুবীর অধিকারী শুনিয়েছেন তাঁর দেবব্রত বিশ্বাসের গান শোনার ও গান সংগ্রহ করার কাহিনী। বলেছেন কেন এই যুগের শুধু নয়, কেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম দেবব্রত বিশ্বাস। পরিশেষে জানাই আগামীকাল, অর্থাৎ ২৪শে অগাস্ট, আমরা উপাসনা গ্লোবাল ফোরামের তরফ থেকে দেবব্রত বিশ্বাসের জন্মদিন পালন করতে চলেছি অনলাইনে, তাঁর জন্মদিনের একদিন পরে। ওই দিনে, দেবব্রত বিশ্বাসকে কাছ থেকে দেখেছেন বা তাঁর কাছে সঙ্গীত শিক্ষা করেছেন, এমন বহু ব্যক্তিত্ব রবীন্দ্রসঙ্গীত-সম্রাট দেবব্রত বিশ্বাসের স্মৃতিচারণ করবেন এক মনোজ্ঞ লাইভ অনুষ্ঠানে। লাইভ অনুষ্ঠান প্রচারিত হবে কাল, রবিবার, ২৪শে আগস্ট, সন্ধ্যা ৬.৩০ মিনিটে Upasana Global Forum এর ফেসবুক পেজ-এ। এই মহোৎসবে দেবব্রতে ব্রতী মানুষদের জানাই অগ্রিম আহ্বান। নমস্কারান্তে, জয়ন্তানুজ ঘোষ ২৩শে অগাস্ট, ২০২৫