У нас вы можете посмотреть бесплатно Rabibrate Debabrata – 08 - ‘Remembering Georgeda’ - Speakers – Smt. Pritha Ghosh & Smt. Purba Sur или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
রবিব্রতে দেবব্রত – ৮ ২০২৪ সনের ২৯ ডিসেম্বর জোড়াসাঁকো স্থিত রবীন্দ্রভবন সংলগ্ন রথীন্দ্র মঞ্চে পুণের উপাসনা গ্লোবাল ফোরামের কর্ণধার শ্রীমতি শর্মিলা মজুমদারের উদ্যোগে ও আহ্বানে আয়োজিত হয়েছিল রবীন্দ্রসঙ্গীতের একমেবাদ্বিতীয়ম শীর্ষবিন্দু, বন্দিত-ব্রাত্য দেবব্রত বিশ্বাসের স্মরণ অনুষ্ঠান ‘রবিব্রতে দেবব্রত’ । সম্পূর্ণ অনুষ্ঠানটির প্রথম সাত খণ্ডের ভিডিও রেকর্ডিং এ পর্যন্ত আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেল jghosh64 @ Debabrata Biswas এ। প্রথম ছয় পর্বে আপনারা শুনেছেন শ্রীমতি বিভা সেনগুপ্ত, শ্রীমতি স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শ্রীমতী পদ্মিনী দাসগুপ্ত, শ্রীমতী পার্বতী গুপ্ত, ডক্টর পার্থ ঘোষ, শ্রী অধীপ চৌধুরী, শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী চন্দন দাশ শর্মা, শ্রী তুলসী প্রসাদ বাগচী, শ্রী শিবাজী পাল, শ্রী পরাগ বরণ পাল, শ্রী অরুণ গঙ্গোপাধ্যায় এবং পণ্ডিত অমিতাভ মুখোপাধ্যায়ের দেবব্রত বিশ্বাস সম্পর্কিত নানা রঙের স্মৃতিচারণা ও স্তুতিবন্দনা যা আমাদের সামনে উপস্থিত করেছে এমন এক মানুষকে যিনি তাঁর ঋজু ব্যক্তিত্বের জোরে এবং হাজারো প্রতিকুলতার সামনে অবিচল হার না মানা এক অদম্য মানসিকতার শক্তিতে জীবদ্দশায় লেজেন্ড রূপে পরিগণিত হয়েছেন। মিউজিক বোর্ডের কোনও পরশ্রীকাতর পক্ষপাতদুষ্ট ঈর্ষাকাতর কর্মকর্তাই হন বা কোনও বাজারি কাগজের প্রাচীনপন্থী একচোখা কলমচিই হন, দেবব্রত বিশ্বাসের মনবলে তারা সামান্যতম চিড় ধরাতে পারেন নি। রবিব্রতে ব্রতী দেবব্রত তাঁর ব্যারিটোন কণ্ঠে বারবার গেয়ে উঠেছেন – তোর আপন জনে ছাড়বে তোরে, তা ব'লে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না তা ব'লে ভাবনা করা চলবে না। অষ্টম পর্বে ধরা রইলো এমন দুজন মানুষের স্মৃতিচারণা যার মধ্যে একজন দেবব্রত বিশ্বাসের স্নেহধন্যা এবং অপর জন দেবব্রত বিশ্বাসের কাছে সঙ্গীত শিক্ষা করেছেন শুধু নয়, পেয়েছেন সঙ্গীতাচার্যের কাছ থেকে অপার স্নেহাশীর্বাদও। তাঁদের সেই হারানো দিনের মধুর স্মৃতি উজাড় করে দিয়েছেন দেবব্রতে ব্রতী শ্রোতাবন্ধুদের সামনে। এই পর্বের প্রথম বক্তা, প্রয়াত অসামান্য আবৃত্তিকার শ্রী প্রদীপ ঘোষের কন্যা পৃথা ঘোষ। শ্রীমতী ঘোষ মর্মস্পর্শী ভাষায় তুলে ধরেছেন তাঁর জর্জদাদুর স্মৃতিকথা। দুই অসম বয়সের মানুষের মধ্যে কত গভীর সুখদুঃখের কথা চালাচালি হতে পারে, তা আবিষ্ট হয়ে শুনেছেন দর্শকবৃন্দ। এই পর্বের দ্বিতীয় বক্তা জর্জ বিশ্বাসের ছাত্রী, সঙ্গীত শিল্পী পূর্বা শূর। প্রথম দিন সাক্ষাতের স্মৃতি থেকে গান শেখার স্মৃতি – মাস্টারমশাই দেবব্রত বিশ্বাসকে আমাদের সামনে আবারও উপস্থিত করলেন অত্যন্ত ঘরোয়া ভাবে পূর্বাদি। পরিশেষে জানাই এই বছর অর্থাৎ ২০২৫ সনে, আমরা উপাসনা গ্লোবাল ফোরামের তরফ থেকে দেবব্রত বিশ্বাসের জন্মদিন পালন করতে চলেছি অনলাইনে, তাঁর জন্মদিনের একদিন পরে, অর্থাৎ ২৪শে অগাস্টে। ওই দিনে, দেবব্রত বিশ্বাসকে কাছ থেকে দেখেছেন এমন কয়েকজন মানুষকে আপনাদের মধ্যে নিয়ে আসার প্রচেষ্টা আমরা করছি। সকল দেবব্রত প্রেমী শ্রোতা বন্ধুদের অনুরোধ রইল আমার ফেসবুক পেজে নজর রাখার। ২৪শে অগাস্ট আমরা যে অনুষ্ঠান করতে চলেছি তার যাবতীয় খুঁটিনাটি আমি আপনাদেরকে সেইখানেই জানাবো। নমস্কারান্তে, জয়ন্তানুজ ঘোষ ১৬ই অগাস্ট, ২০২৫