У нас вы можете посмотреть бесплатно Labial fusion (labial adhesion)যোনির মুখ জোড়া লেগে যাওয়াঃ или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Labial fusion (labial adhesion) যোনির মুখ জোড়া লেগে যাওয়াঃ ১) Labial fusion কী? • ছোট বাচ্চাদের (সাধারণত ৩ মাস–৬ বছর) ক্ষেত্রে দুই পাশে ছোট ঠোঁট (labia minora) হালকা ভাবে জোড়া লেগে যেতে পারে—এটাকেই labial fusion বলে। • এটা খুব সাধারণ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বেদনাহীন ও ক্ষতিকর নয়। ২) কেন হয়? মাকে সহজ ভাষায় বোঝানোর জন্য: • বাচ্চাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন কম থাকে, তাই ত্বক নাজুক—সহজে জোড়া লেগে যেতে পারে। • ডায়াপার র্যাশ বা জায়গাটি ভেজা থাকার কারণে হালকা ইনফ্লেমেশন হলে এমনটা হতে পারে। • এই জোড়া লাগাটা জন্মগত কোনো সমস্যা নয় এবং মায়ের কোনো ভুলের জন্যও হয় না। ৩) শিশুর কী সমস্যা হতে পারে? অধিকাংশ ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না। কখনো কখনো দেখা যেতে পারে— • প্রস্রাবের সময় হালকা দেরি বা ছিটকে যাওয়া • স্থানটি পরিষ্কার করতে অসুবিধা • খুব বেশি লেগে গেলে মাঝে মাঝে প্রস্রাব জমে থাকা কিন্তু প্রায় সব ক্ষেত্রেই এটি harmless। ৪) চিকিৎসা কী? (১) হালকা হলে: • প্রায়ই নিজে নিজেই খুলে যায়। • প্রতিদিন গোসলের পরে জায়গাটি পরিষ্কার ও শুকনো রাখলেই হয়। • জোর করে আলাদা করা যাবে না — এতে ব্যথা এবং ক্ষতি হতে পারে। (২) মাঝারি–গুরুতর হলে: • সাধারণত ইস্ট্রোজেন ক্রিম কয়েক সপ্তাহ ব্যবহার করলে ধীরে ধীরে আলাদা হয়ে যায়। • ক্রিম ব্যবহারের সঠিক পদ্ধতি মা’কে শিখিয়ে দিতে হবে। (৩) খুব বিরল ক্ষেত্রে: • যদি বারবার ফিরে আসে বা সম্পূর্ণভাবে বন্ধ থাকে, তখন চিকিৎসকের হাতে হালকা release করা লাগে — কিন্তু এটি খুবই কম প্রয়োজন হয়। ৫) ঘরে কীভাবে যত্ন নেবেন? • ডায়াপার বদলানোর সময় জায়গাটি শুকনা ও পরিষ্কার রাখবেন। • ঘনঘন ডায়াপার পরিবর্তন। • সুগন্ধিহীন ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। • সাবান/ওয়াইপ খুব বেশি ব্যবহার না করে পানি দিয়েই পরিষ্কার করাই ভালো। • জোরে ঘষাঘষি বা টানাটানি নয়। ৬) কবে দ্রুত চিকিৎসকের কাছে আসবেন? • প্রস্রাব আটকে যাচ্ছে বা বাচ্চা কাঁদছে • জায়গায় লালচে ফোলা/ব্যথা • জ্বর • বারবার পুনরায় জোড়া লেগে যাচ্ছে। অবশেষে বলবো এটি শিশুদের মধ্যে খুবই সাধারণ। আপনার বাচ্চার কোনো দোষ নেই, আর এটা কোনো স্থায়ী সমস্যা নয়। ঠিকভাবে যত্ন নিলে ৯০% ক্ষেত্রে নিজে থেকেই ভালো হয়ে যায়।