У нас вы можете посмотреть бесплатно নুহাশ পল্লী। হোতাপাড়া। Nuhas Palli. Hotapara или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
জনপ্রিয় কথাসাহিত্যক, লেখক ও নাট্যকার হুমায়ুন আহমেদ এর স্মৃতি বিজড়িত বাগানবাড়ী নুহাশ পল্লী। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার পিরুজালীতে এ বাগানবাড়ীটি অবস্থিত । ১৯৮৭ সালে ২২ বিঘা জমিতে হুমায়ূন আহমেদ তাঁর স্বপ্নের নুহাশ পল্লী গড়ে তোলেন। নুহাশ পল্লীর বর্তমান আয়তন প্রায় ৪০ বিঘা। হুমায়ূন আহমেদ তার জৈষ্ঠ পুত্র নুহাশের নামানুসারে এ বাগান বাড়ীটির নামকরণ করেন নুহাশ পল্লী। নুহাশ পল্লীর প্রতিটি স্থাপনায় মিশে আছে গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের স্পর্শ এবং ভালোবাসা। বিভিন্ন নাটক, সিনেমার শুটিং এর পাশাপাশি নুহাশ পল্লীতেই হুমায়ূন আহমেদ তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। ঢাকার খুব কাছে হওয়ায় পরিবার বা প্রিয়জন নিয়ে একদিনেই ঘুরে দেখতে পারবেন নুহাশ পল্লী। নুহাশ পল্লীতে প্রবেশের পরই হাতের বাম দিকে চোখে পড়বে দৃষ্টিনন্দন সবুজ প্রান্তর। এই প্রান্তরের বাম পাশের লিচু বাগানে শায়িত আছেন জনপ্রিয় সিরিজ হিমুর স্রষ্টা হুমায়ূন আহমেদ। নুহাশ পল্লীর প্রবেশ পথ ধরে এগিয়ে গেলেই স্থানীয় স্থপতি আসাদুজ্জামান খানের ‘মা ও শিশু’ নামক ভাস্কর্যটি দেখেতে পাবেন। শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে ভুত ও ব্যাঙের আকারের ভাস্কর্য। এর পাশেই তৈরী করা হয়েছে আঁকাবাঁকা সুইমিং পুল। ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে হুমায়ূন আহমেদ এই সুইমিং পুলেই সাঁতার কেটে ছিলেন। সুইমিং পুল পেরিয়ে সামনে এগিয়ে গেলেই একে একে দেখতে পাওয়া যায় হুমায়ূন আহমেদের কটেজ, দাবা খেলার ঘর এবং নামাজ পড়ার স্থান। এরপরেই রয়েছে বিশাল টিনশেডের বারান্দাসহ ‘বৃষ্টিবিলাস’ কটেজ। এই কটেজের বারান্দাতে বসেই হুমায়ূন আহমেদ বৃষ্টি ও পূর্নিমা দেখতে পছন্দ করতেন। ঠিক উল্টো দিকেই রয়েছে তাঁর বিখ্যাত ট্রি হাউজ। নুহাশ পল্লীতে রয়েছে একটি ঔষধি গাছের বাগান, এছাড়াও রয়েছে প্রায় ৩০০ প্রজাতির বিভিন্ন গাছ। ঔষধি গাছের বাগানের পেছনে রয়েছে টিন এবং কাদামাটি দিয়ে তৈরি করা শুটিং স্পট। আর বাগানের সামনের দিকে রয়েছে মৎস্য কন্যা ও রাক্ষসের মূর্তি। এর পাশে কনক্রিট দিয়ে তৈরি করা হয়েছে ডাইনোসারের মূর্তি। নুহাশ পল্লীর সর্ব উত্তরে রয়েছে লীলাবতী দিঘি। এই দিঘির মাঝখানে তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপ যা একটি কাঠের সেতুর সাথে যুক্ত। লীলাবতি দিঘির পাশেই রয়েছে ‘ভুতবিলাস’ নামক আরো একটি ভবন। এছাড়াও সাজানো গুছানো নুহাশ পল্লীতে একটি দিন কাটানোর ক্ষণে ক্ষণেই আপনি সমস্ত নুহাশ পল্লীতে কবির অস্তিত্ব অনুভব করবেন। নুহাশ পল্লীতে বেড়াতে হলে ঢাকা থেকে প্রভাতী বনশ্রী বা ঢাকা-ময়মনসিংহগামী যেকোনো বাসে হোতাপাড়া বাস ষ্ট্যান্ডে আসতে হবে। ঢাকা থেকে হোতাপাড়ায় আসতে বাসে ভাড়া পড়বে স্থানভেদে ৬০ থেকে ১০০ টাকা। হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে অটো রিকশা অথবা সিএনজিতে করে নুহাশ পল্লী যাওয়া যায়। অটো রিকশায় ভাড়া লাগবে ৫০ থেকে ৬০ টাকা এবং সিএনজি ভাড়া লাগবে ১২০ থেকে ১৫০ টাকা। আপনারা চাইলে নিজের ব্যাক্তিগত গাড়ি নিয়েও বেড়াতে আসতে পারবেন নুহাশ পল্লী। নুহাশ পল্লী ঢুকতে কোন পূর্ব অনুমতি লাগেনা। ২০০ টাকা এন্ট্রি ফি দিয়ে যে কেউ ঢুকতে পারে। ১০ বছরের নীচে বাচ্চাদের, ড্রাইভার এবং গাড়ি পার্ক এর জন্য কোন টাকা লাগেনা। হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে হলে কোন প্রবেশ ফি লাগেনা। কবর জিয়ারতের জন্য মূল গেইটের বাইরে বাম দিয়ে সমাধির জন্য আলাদা আরেকটি গেইট আছে যে কেউ সেই গেইট দিয়ে ঢুকে কবর জিয়ারত করতে পারবেন। #নুহাশপল্লী #নুহাশ পল্লী #হোতাপাড়া #পিরুজালী #গাজীপুর #হুমায়ূনআহমেদ #হুমায়ূন #হুমায়ুন_আহমেদ #হুমায়ূন_আহমেদ #নুহাশ #বৃষ্টি #বৃষ্টিবিলাস #লীলাবতীদীঘি #গাজীপুর #Famastoudrbd #famastour #famas #Nuhash #Nuashpolli #nuhaspolli #gazipur