У нас вы можете посмотреть бесплатно # Kochikhali # kochikhali Sundarban . কচিখালী ।।কচিখালী সুন্দরবন # @noorm5 . или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Kochikhali # kochikhali Sundarban . কচিখালী ।।কচিখালী সুন্দরবন # @noorm5 . 🌈 The Sundarbans is the world's largest mangrove forest and a UNESCO World Heritage Site. It's home to Royal Bengal tigers, saltwater crocodiles, spotted deer, and many species of birds. In Kochikhali, deer and monkeys can be seen many in numbers and the predators as the Royal Bengal Tiger can be seen sometimes. The Sundarbans is the world's largest mangrove forest, located in Bangladesh and India. 🌈 বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমির নাম সুন্দরবন, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার[ রয়েছে বাংলাদেশে। এটিই বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড ম্যানগ্রোভ বন। বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল এই বন। 🌈 কচিখালি সুন্দরবনের অন্যতম বন্য ও রহস্যময় জায়গা, যা "বাঘের রাজ্য" নামে পরিচিত। এই জায়গা সুন্দরবনের বন্যপ্রাণী বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এখানকার গভীর বন এবং নির্জন পরিবেশ বাঘের মুক্ত বিচরণের আদর্শ স্থান তৈরি করেছে। ভ্রমণকারীরা কচিখালিতে এসে প্রকৃতির অনন্য রূপের সঙ্গে বাঘের উপস্থিতির রোমাঞ্চ অনুভব করতে পারেন। কচিখালি কেবল বাঘের জন্য নয়, হরিণ, বানর এবং বিভিন্ন প্রজাতির পাখির জন্যও পরিচিত। এই অঞ্চলটি নদী, খাঁড়ি, এবং ম্যানগ্রোভ বন দিয়ে ঘেরা, যা প্রাণীদের আবাসস্থল হিসেবে কার্যকর। কচিখালির প্রাকৃতিক পরিবেশে একদিকে যেমন বিপন্ন প্রাণীদের সুরক্ষা প্রদান করে, অন্যদিকে পর্যটকদের জন্য অনন্য অভিজ্ঞতা এনে দেয়। 🌈 বন বিভাগ কার্যালয়ের পেছনে কাঠের তৈরি টেইলের উত্তর দিকে কেওড়ার বনের একটু নিরিবিলি জায়গায় গেলে অনিন্দ্য সুন্দর চিত্রা হরিণের দেখা পাওয়া যায়। এছাড়া এখানে বানর, বন্য শুকর, বনবিড়াল এবং নানা প্রজাতির পাখির সাথে শীতকালে কুমির দেখতে পাওয়া যায়। বনের দক্ষিণে তিনটি টাইগার টিলায় প্রায়শই বাঘের পায়ের ছাপ দেখাতে পাওয়া যায়। পূর্বে রয়েছে ঘন বন আর মিঠা জলের পুকুর। এই পুকুরই এখানকার কর্মরত কোস্টগার্ড, ফরেস্ট অফিসার এবং স্থানীয় জেলেদের পানি একমাত্র উৎস। ইউটিউব চ্যানেল NOORM. আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিও গুলো ভাল লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত গুলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদেরকে আরো মানসম্মত ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। 👍 I making video just all of your entertainment, Thank you so much viewers for your huge support and respect ❤️❤️❤️ 👍 Please do subscribe my channel . Also like comment and share for my next video update just click the bell button / icon. . / noornira977 . ttps://www.facebook.com/Ojana.Mon.1610.