У нас вы можете посмотреть бесплатно # Andharmanik sundarban. # আন্ধারমানিক সুন্দরবন।। আন্ধারমানিক সুন্দরবন বাংলাদেশ। # NOORM. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Andharmanik sundarban. # আন্ধারমানিক সুন্দরবন।। আন্ধারমানিক সুন্দরবন বাংলাদেশ। # NOORM. এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর প্রাকৃতিক বৈচিত্র্য ও সমুদ্রের সংস্পর্শ। এখানকার ম্যানগ্রোভ বনগুলো পানির সাথে গভীর সম্পর্কিত, এবং এখানকার পরিবেশে লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই স্পষ্ট। সুন্দরবনের মধ্যে কিছু অভূতপূর্ব প্রজাতির বন্যপ্রাণী দেখা যায়, যেমন রয়েল বেঙ্গল টাইগার, বিশাল কুমির, নানা প্রজাতির পাখি ও জলজ প্রাণী। এখানে নদী ও খালের গভীর জাল, যা বনভূমির মধ্যে প্রবাহিত, তাতে নৌকা করে ভ্রমণ খুবই জনপ্রিয়। বনাঞ্চলের মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা ও শান্তি রয়েছে, যা পর্যটকদের মুগ্ধ করে। জলবায়ুর কারণে, এর আবহাওয়া একটু আর্দ্র হলেও বনের মধ্যে যে প্রাণবন্ত পরিবেশ থাকে, তা বেশ আকর্ষণীয়। বিশ্বখ্যাত সুন্দরবন ম্যানগ্রোভ বনাঞ্চল, যেখানে দেশী-বিদেশী নানা ধরনের জীববৈচিত্র্য আছে, আন্দামানিক সুন্দরবন এর মূল অংশ হিসেবে এক অসাধারণ প্রাকৃতিক সঙ্গীতের মতো। এখানে প্রচুর পরিমাণে জলজ প্রাণী এবং এক ধরনের ইকোসিস্টেম বজায় রাখা হয়, যা প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করে এবং পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 🌈 সুন্দরবনের মধ্যে আন্ধারমানিক একটি ইকোট্যুরিজম। এখানে রয়েল বেঙ্গল টাইগার, পাখি এবং দাগযুক্ত হরিণ ইত্যাদি পাওয়া গেছে।সুন্দরবন বাংলাদেশের ফুসফুস এবং আমরা বাংলাদেশের মানুষকে এই সুন্দর ও মহৎ প্রাকৃতিক উপহারের যত্ন নিতে হবে। আমি ইদানীং ম্যানগ্রোভ বন শান্তিতে বিশ্রাম নিতে পারে এবং নিজের বংশবৃদ্ধি করতে পারে তা নিশ্চিত করার জন্য বন বিভাগ একটি দুর্দান্ত কাজ করেছে। এটা বাঘের আস্তানা কিন্তু আমরা লোভ দেখিয়ে তাদের মেরে ফেলি। আসুন আমরা মানুষ হই এবং এই প্রাকৃতিক সম্পদকে তাদের নিজস্ব পথে থাকতে দিই এবং শেষ পর্যন্ত এটি মানবজাতির জন্য উপকারী হিসাবে ফিরে আসবে। 🌈 নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে। অধিকাংশ উদ্ভিদ চিরসবুজ হওযার কারণে এদের সবার শারীরবৃত্তিক ও গঠনগত অভিযোজন কমবেশি একই রকম। অধিকাংশ বৃক্ষের আছে ঊর্ধ্বমুখী শ্বাসমূল, যার সাহায্যে এরা শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। 🌈 এ বনের প্রধান বৃক্ষ প্রজাতি সুন্দরী এবং গেওয়া । এছাড়া পশুর, ধুন্দল, গরান, বাইন, কাঁকড়া, কেওড়া ইত্যাদি গাছও প্রাকৃতিক ভাবে জন্মে। সুন্দরবন নানা ধরণের প্রাণীবৈচিত্রে অনন্য। রয়েল বেঙ্গল টাইগারের সর্বাধিক গুরত্বপূর্ণ আবাসস্থল হলো সুন্দরবন। 🌈 সুন্দরবনে প্রায় ২৮৯ প্রজাতির স্থলজ প্রাণী বাস করে। এছাড়া আছে প্রায় ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রজাতির মাছসহ ২১৯ প্রজাতির জলজ প্রাণী। রয়েল বেঙ্গল টাইগার ছাড়া সুন্দরবনের উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, রেসাস বানর, বন বিড়াল, সজারু, উদ বিড়াল এবং বন্য শূকর। প্রায় ৩৫ প্রজাতির সরীসৃপের মধ্যে সুন্দরবনের সবচেয়ে বড় সদস্য মোহনার কুমির; এদের সংখ্যা প্রায় ২০০। সাপের মধ্যে রাজগোখরা, অজগর, কেউটে এবং কয়েক প্রজাতির সামুদ্রিক সাপ উল্লেখযোগ্য। অমেরুদন্ডী প্রাণীর মধ্যে কতিপয় মোলাস্কা এবং ক্রাসটেসিয়ান গুরত্বপূর্ণ মৎস্যসম্পদ হিসেবে বিবেচিত। প্রজাতিগুলির মধ্যে তালিকাবদ্ধ হয়েছে প্রায় ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া, কয়েক প্রজাতির শামুক এবং ঝিনুক। সুন্দরবনে বসবাসকারী ৩২০ প্রজাতির পাখির অধিকাংশই স্থানীয় বা আবাসিক। প্রায় ৫০ প্রজাতির পাখি পরিযায়ী এবং এদের অধিকাংশই হাঁসজাতীয়। বক, সারস, হাড়গিলা, কাদা-খোঁচা, লেনজা ও হট্টিটিসহ অসংখ্য উপকূলীয় পাখি এখানকার নদীনালার কিনারায় বিচরণ করে। সমুদ্র এবং বড় বড় নদীর উপকূলভাগে দেখা যায় বহু প্রজাতির গাংচিল, জলকবুতর, টার্ন ইত্যাদি। চিল, ঈগল, শকুন ইত্যাদিরও দেখা পাওয়া যায় সুন্দরবনে। এ বনে মাছরাঙার দেখা মেলে প্রতিনিয়তই। এছাড়া, কাঠঠোকরা, ভগীরথ, পেঁচা, মধুপায়ী, বুলবুল, শালিক, ফিঙে, বাবুই, ঘুঘু, বেনে, হাঁড়িচাঁচা, ফুলঝুরি, মুনিয়া, টুনটুনি ও দোয়েলসহ রয়েছে নানা ধরনের ছোট ছোট গায়ক পাখি। ইউটিউব চ্যানেল NOORM. আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিও গুলো ভাল লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত গুলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদেরকে আরো মানসম্মত ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। 👍 I making video just all of your entertainment, Thank you so much viewers for your huge support and respect ❤️❤️❤️ 👍 Please do subscribe my channel . Also like comment and share for my next video update just click the bell button / icon. . / noornira977 . ttps://www.facebook.com/Ojana.Mon.1610.