У нас вы можете посмотреть бесплатно 'এদের খাসির মাংসের স্বাদ অন্য কোথাও পাবেন না', ৭২ বছরের নন্দী হোটেলে একবার ঘুরে আসবেন নাকি? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#picehotel #nandyhotel #food #foodie #bengali #bengalifood #bengalifoodshow #aliporepolicecourt Nandy Hotel Police Court, 6, Biplabi Kanai Bhattacharjee, Beltala Rd, beside Alipore, Alipore, Kolkata, West Bengal 700027 আলিপুর, এই নামের সঙ্গেই প্রথমে আসে চিড়িয়াখানা আর আবহাওয়া অফিসের কথা। তবে কলকাতার আলিপুর আদালত চত্বর চরম কর্মব্যস্ত এলাকা। প্রতিদিন হাজারো মানুষ এখানে ভিড় করেন কোনও না কোনও কাজের জন্য। টাইপ রাইটিং এর খুট খাট আর সাদা কালো পোশাকের মাঝেই নাকে আসে মাছ ভাজা বা ফোঁড়নের গন্ধ। বাঙালি বরাবরই খাবার প্রেমী। আর তাই খাবারের আস্তানার সন্ধান পেলে সেই দিকেই চলে যায় মন। তেমনই আজ থেকে প্রায় ৭ দশকেরও বেশি সময় আগে যখন সর্বহারা হয়ে এপার বাংলায় চলে এসেছিলেন নন্দীবাবু তখন জীবিকা হিসেবে বেছে নিয়েছিলেন মানুষের পেট ভরানোকেই। সামান্য চা ঘুগনির দোকান থেকে ধীরে ধীরে তৈরি করেন নন্দী হোটেল। কলকাতার যেসব পুরনো পাইস হোটেল রয়েছে, সেই তালিকায় এর নাম আসে প্রথমেই। অন্যান্য ভাতের হোটেলের মতো নন্দী হোটেল নিছক ভাত, ডাল, তরকারিই পরিবেশন করে না, তার সঙ্গে উপহার দেয় ঠিক বাড়ির খাবারের স্বাদ। দীর্ঘ এত বছর ধরে একই রকম স্বাদ বজায় রেখেছে নন্দী হোটেল। এখানকার খাসির মাংসের গুনমুগ্ধ সমাজের সাধারণ থেকে বহু বিশিষ্ট মানুষও। কত শত কর্মব্যস্ত দিনে বহু মানুষ আসেন এই আলিপুর কোর্ট চত্বরে। প্রতিটি মানুষের পেট সযত্নে ভরিয়ে আসছে নন্দী হোটেল। ('KolkataTalkJhalMisti' is a popular Food Channel which captures lip-smacking places for delicious food. It is an unit of Campaigncalling Media) For Any Queries,Information & Suggestions please write us at [email protected]